April 27, 2024, 5:22 pm
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

তানজিমের পরিবর্তে হাসান মাহমুদ

ক্রীড়া প্রতিবেদক : ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই বল হাতে আলো ছড়িয়েছেন তানজিম হাসান সাকিব। কিন্তু ক্যারিয়ার শুরু হতে না হতেই চোটের সঙ্গে পরিচয় তানজিম সাকিবের। ফলে দল থেকে ছিটকে যেতে হয়েছে। তার পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ডাক পেয়েছেন পেসার হাসান মাহমুদ।নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে এশিয়া কাপের দলে থাকা তিন পেসার হাসান, তাসকিন ও শরীফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়। বিসিবির বিশ্বকাপ ভাবনায় আছেন এই তিন পেসার। মূলত বিশ্বকাপের আগে ক্লান্তি এবং ইনজুরির ঝুঁকি এড়াতেই কিউইদের বিপক্ষে সিরিজ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল তাদের। কিন্তু হাসানের বিশ্রামটা বেশি লম্বা হলো না।তানজিম সাকিবের এই ইনজুরি বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তা হয়েই ধরা দেবে। এশিয়া কাপের আগে বাংলাদেশ দল থেকে ছিটকে পড়েন দলের নির্ভরযোগ্য পেসার ইবাদত হোসেন। তার জায়গায় বদলি হিসেবে নেওয়া হয় তানজিমকে। শুরুটাও হয়েছিল আশা জাগানোর মতোই। ভারতের বিপক্ষে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে উইকেট না পেলেও আঁটসাঁট বোলিংয়ে নজর করেছেন ২০ বছর বয়েসী এই তারকা।



ফেসবুক পেইজ