December 6, 2023, 9:15 pm

রামগতিতে নিখোঁজের তিনদিন পর কিশোরীর ভাসমান মরদেহ উদ্ধার

প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে নিখোঁজের তিন দিন পর মরিয়ম বেগম (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় উপজেলার চরগাজী ইউনিয়নের মৎস্য অবতরন কেন্দ্রের নিকটবর্তী ভুলুয়া নদী থেকে ভাসমান অবস্থায় স্থানীয় নৌ-পুলিশ লাশটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী ও নৌপুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খরব দেয়। পরে রামগতি চরগাজী স্টেশন নৌপুলিশ লাশটি উদ্ধার করেন। নৌপুলিশের এসআই মো: ফেরদৌস জানান, লাশটির পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
কিশোরীর বাবা মহিউদ্দিন জানান, তিনদিন আগে তার মেয়ে মরিয়ম বাড়ি থেকে নিখোঁজ হয়। আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় স্থানীয় একজনের ফোন পেয়ে এখানে আসলে মেয়ের লাশটি দেখতে পাই। মরিয়মের বাড়ি নোয়াখালী জেলার সূবর্ণচর উপজেলার জিয়ার সমাজ এলাকায়।



ফেসবুক পেইজ