April 27, 2024, 10:26 am
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

নোয়াখালীতে যুবলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামী র‌্যাবের হাতে আটক

প্রতিনিধি: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নোয়াখালী জেলার চাটখিল থানাধীর হালিমা দিঘীর পাড় এলাকা থেকে চাটখিল পৌর যুবলীগ নেতা মো: রণি পলোয়ান হত্যা মামলার প্রধান আসামী মো: খোকন (৩৬) কে রোববার গভীর রাতে গ্রেফতার করে।সেই একই উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত আলী আজ্জমের ছেলে। এ ব্যাপারে র‌্যাব-১১ নোয়াখালী,লক্ষ্মীপুর এরিয়া কমান্ডার মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান, রনি পলোয়ান পেশায় একজন সিএনজি চালক ও চাটখিল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পদের একজন প্রার্থী ছিলো। ঘটনার দিন গত ২২ সেপ্টেম্বর ২০২৩ ইং (শুক্রবার) বিকেলে খাওয়া-দাওয়া শেষ করে ঘর হতে বাহিরে যায়। রাতে ভিকটিম বাড়ি না ফেরায় তার স্ত্রী সাজু আক্তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পায়। পরের দিন ২৩/০৯/২০২৩ ইং (শনিবার) সকালে চাটখিল পৌরসভার পূর্ব সুন্দরপুর গ্রামের ফটিক্কা বাড়ির বাগানের ভিতর মোঃ রনি পলোয়ানের গলা কাঁটা মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে স্ত্রী সাজু আক্তার ঘটনারস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ তার স্বামীর বলে সনাক্ত করে।
এ ঘটনায় রণির স্ত্রী সাজু আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে চাটখিল থানায় ০১টি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র‌্যাব গোপন সংবাদ পেয়ে হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান মো: খোকন কে ১৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তাকে থানা পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে বলে জানান র‌্যাবের কমান্ডার।



ফেসবুক পেইজ