December 6, 2023, 9:22 pm

লক্ষ্মীপুরে রোগী কল্যাণ সমিতির তহবিল বৃদ্ধিতে করণীয় শীর্ষক সেমিনার

রোগী কল্যাণ তহবিল বৃদ্ধিতে করণীয় শীর্ষক সেমিনার হাসপাতাল সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ০২ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি ও জেলা সিভিল সার্জন ডা: আহাম্মদ কবির এর সভাপতিত্বে সেমিনার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী, হাসপাতাল সমাজ সেবা কর্মকর্তা বশির আহমদ পাটোয়ারী, কার্যকরী কমিটির সদস্য আজিজুল হক, আবুল কাসেম প্রমুখ।

সেমিনার কার্যকরী কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন, সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। জেলা সিভিল সার্জন ডা: আহাম্মদ কবির বলেন, রোগী কল্যাণ সমিতির কার্যক্রম কে আরও বৃদ্ধি করতে হবে। মেয়াদ উর্ত্তীণ কমিটি জরুরী ভিত্তিতে বার্ষিক সাধারণ সভা করে নতুন কমিটি গঠন করতে হবে। মানুষের জন্য কাজ করবে এমন লোকদের সংযুক্ত করতে হবে।

প্রতি বছর সরকার লাখ লাখ টাকা অনুদান দেয় কিন্তু প্রচার প্রচারণা না থাকা ও সাধারণ মানুষ অনেকে জানেনা সেই লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহন করতে হবে যাতে করে তারা রোগী কল্যাণ সমিতি থেকে সহযোগীতা পায়। তিনি সকলকে একযোগে আন্তরিক ভাবে কাজ করে কার্যক্রম আর গতিশীল করার আহবান জানান।

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, দীর্ঘ দিন ধরে হাসপাতাল সমাজ সেবা কর্মকর্তা পদ খালি ছিল। ভারপ্রাপ্ত দিয়েই কাজ চালাতে হতো। বর্তমানে পুনাঙ্গ একজন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। কার্যক্রম আরও গতিশীল করতে সকলের পাশাপাশি তিনি ও কাজ করবেন।ফেসবুক পেইজ