April 29, 2024, 12:05 am
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

হটলাইনে কল পেয়ে রাতেই এমপির খাদ্য সহায়তা নিয়ে ছুটে যান বায়েজীদ ভূঁইয়া

প্রতিনিধি,দৈনিক আমাদের লক্ষ্মীপুর:করোনার কবলে সারাবিশ্ব।করোনা প্রতিরোধে সবাইকে লকডাউনে ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে। আর এতে কঠিন সংকটের মুখে পড়েছেন অসহায়,দরিদ্র ও মধ্যবিত্ত। করোনার সংকটেরে এই মুহূর্তে অসহায়দের পাশে খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছেন সদর-৩ আসনের এমপি আলহাজ্ব একেএম শাহজাহান কামাল।করোনার এই ঝুঁকিপূর্ণ সময়ে অসহায়দের মাঝে এমপির খাদ্য সহায়তা বিতরণ করে যাচ্ছেন তার ব্যক্তিগত সহকারী মো: বায়েজীদ ভূঁইয়া।অসহায়দের এই ক্রান্তিকালে তাদের মাঝে অনবরত করোনা ভয় জয় করে  এমপির খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন মো: বায়েজীদ ভূঁইয়া।

আজ ৩ মে রবিবার রাতে হটলাইনে মধ্যবিত্ত পরিবারের কল পেয়েই সাথে সাথে  এমপির খাদ্য সহায়তা নিয়ে ছুটে যান বায়েজীদ ভূঁইয়া।পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মধ্যবিত্তদের  ঘরে ঘরে গিয়ে এসকল খাদ্য সহায়তা প্রদান করেন বায়েজীদ ভূঁইয়া।১৯টি মধ্যবিত্ত পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

জীবনের ঝুঁকি নিয়ে গত প্রায় এক মাস থেকেই করোনা প্রতিরোধে লক্ষ্মীপুর সদর উপজেলার জনগণ কে সচেতন করার জন্য বিভিন্ন এলাকায় প্রায় ১০ হাজার মানুষের মাঝে মাক্স, হ্যান্ডওয়াশ, হ্যান্ডগ্লাভস, চিকিৎসক, পুলিশ, সাংবাদিকদের জন্য ব্যাক্তিগত সুরক্ষা পোশাক বিতরন সচেতনতামূলক প্রচারপত্র বিলি অব্যাহত রেখেছে। আজ পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৭ হাজার ৫ শত মানুষের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বায়েজীদ ভূঁইয়া বলেন, ভয় করিনা করোনা, দোয়া আছে সবার। করোনার এই সংকটে আমাদের এসকল খাদ্য সহায়তা সবসময় অব্যাহত থাকবে।

 



ফেসবুক পেইজ