April 26, 2024, 6:41 pm
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

লক্ষ্মীপুরে নিখোঁজের ৪ দিন পর শিশু রাহিমার মরদেহ মিলল সেপটিক ট্যাংকে

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে নিখোঁজের চারদিন পর দেড় বছর বয়সী শিশু রাহিমা আক্তারের মরদেহ টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। ৯ মে (শনিবার) দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রাহিমা ওই গ্রামের ফয়েজ আহমেদ মনুর মেয়ে। বিকেলে টার দিকে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৫ মে) দুপুরে শিশু রাহিমা নিখোঁজ হয়। দিনভর খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি তাকে। রাত ১০টার দিকে তার বাবা ফয়েজ থানায় একটি নিখোঁজের জিডি করেন। গত ৪ দিন তাকে কোথাও পাওয়া যায়নি। শনিবার সকালে বাড়ির লোকজন টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এদিকে লক্ষ্মীপুরের সিআইডির একটি টিম এসে তারাও ঘটনাস্থল পরিদর্শন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।

চন্দ্র্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মোঃ রবিউল ইসলাম খান
লক্ষ্মীপুর



ফেসবুক পেইজ