April 26, 2024, 4:41 pm
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

রায়পুর উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বায়েজীদ ভূঁইয়ার

প্রতিনিধি,দৈনিক আমাদের লক্ষ্মীপুর:মহামারি করোনাভাইরাস  এর কবলে সংক্রমিত  সারাবিশ্ব।সকলেই যেকোন ভাবে এটি প্রতিরোধ করার চেষ্টা করছে।কিন্তু দিন দিন এর সংক্রমণ বেড়েই চলছে।বাংলাদেশও বাদ যায়নি এর সংক্রমণ থেকে।বাংলাদেশে দিন দিন এর সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।যারা আক্রান্ত হচ্ছেন তাঁরা অসহায় হয়ে পড়ছেন প্রতিনিয়ত,কেউই তাদের কাছে আসতে চায় না।এমনকি নিজ পরিবারের আপনজনও না।কারণ যে আসবে তাঁরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।এমন পরিস্থিতিতে যখন দিশেহারা বাংলাদেশ,তখন এই ক্রান্তিলগ্নে এগিয়ে আসেন কিছু মানুষ। যারা অসহায়দের পাশে দাঁড়াতে উজার করে দেন তাদের ভালোবাসা।

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায়ও সর্বসাধারণের কল্যাণে নিজেকে উজাড় করে দেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী।করোনা প্রাদূর্ভাবে যারা অসহায় রায়পুর উপজেলা প্রশাসনের পক্ষ  থেকে তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি।

সাবেক বিমান মন্ত্রী ও লক্ষ্মীপুর সদর-৩ এমপি একেএম শাহজাহান কামলের এপিএস ও দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক বায়েজীদ ভূঁইয়া  যখন জেলার অসহায়দের মাঝে এমপির খাদ্য সহায়তা দিতে গিয়ে করোনা পজিটিভ হয়ে পড়েন।তখন বায়েজীদ ভূঁইয়া রায়পুরে নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন।তাঁর এই ক্লান্তিলগ্নে নিয়মিত খোঁজ রাখতেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরীন চৌধুরী।

বায়েজীদ ভূঁইয়া কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আমি করোনা পজিটিভ সনাক্ত হওয়ার পর হতেই আমাদের রায়পুরের ইউএনও সাবরীন চৌধুরী আমার সার্বক্ষনিক খোজ খবর নিয়েছেন, মনোবল দিয়েছেন।মোট কথা আপন বড় বোন ভাইয়ের যে ভাবে খোজ খবর রাখেন ঠিক তেমনি উনি আমার পাশে ছিলেন এবং করোনা যুদ্ধে কিভাবে বিজয়ী হতে হয় তার সাহস যুগিয়েছেন।



ফেসবুক পেইজ