May 3, 2024, 8:54 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

লক্ষ্মীপুর রামগতিতে অভিযানে ২ টি ট্রলারসহ ৩৮ মণ সামদ্রিক মাছ জব্দ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ভুলুয়ার খালে গোপন সংবাদের ভিত্তিতে নৌপুলিশ, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে ৩৮ মণ সামদ্রিক মাছ সহ ২ টি ট্রলার জব্দ করে। এসময় কোন জেলেকে আটক করতে পারেনি তারা।
অভিযানে মৎস্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক এস এম মহিব উল্যা, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন, রামগতি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন সহ নৌ পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান,২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে সকল ধরনের মাছ ধরা নিষেধ এই আইন অমান্য করে কিছু জেলে ২ টি ট্রলার করে সমুদ্র থেকে মাছ ধরে রামগতি অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে ৭ জুন বিকেলে উপজেলা প্রশাসন, নৌপুলিশ ও মৎস্য অভিযান চালিয়ে ২ টি ট্রলারসহ সামুদ্রিক ৩৭ মণ মাছ জব্দ করা হয়।
পরে আটককৃত মাছ গুলো প্রকাশ্যে নিলামে এবং আটককৃত ট্রলারের মালিকদের ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নিলাম ও জরিমানা অর্থ সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে।

মো: রবিউল ইসলাম খান
লক্ষ্মীপুর



ফেসবুক পেইজ