March 18, 2024, 2:21 am
ব্রেকিং :

কমলনগরে প্রবাসীর পরিবারের ওপর হামলা, নারী-শিশুসহ আহত-৭

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি,

লক্ষ্মীপুরের কমলনগরে পূর্ব শত্রুতার জের ধরে মহিন উদ্দিন নামে এক প্রবাসীর পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার চরফলকন এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় নারী ও শিশুসহ প্রবাসীর পরিবারের সাত সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে ইয়াছমিন বেগম ও জোসনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত মো. শাহাদাত, তানজিনা আক্তার, স্বপ্না বেগম, ইয়াছিন আরাফাত ও মো. শাকিলকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত জোসনা বেগম বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সৌদি আরবের একটি ভিসার মধ্যস্থতাকে কেন্দ্র করে উপজেলার চরফলকন এলাকার প্রবাসী মহিন উদ্দিনের সঙ্গে প্রতিবেশী আবদুর রব পলফনের বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে ঘটনার দিন সন্ধ্যায় আবদুর রব পলফন লোকজন নিয়ে ওই প্রবাসীর পরিবারের ওপর হামলা করে। এ সময় তারা প্রবাসীর স্ত্রী, ছেলে-মেয়ে ও ছোট ভাইয়ের স্ত্রীসহ সাতজনকে পিটিয়ে আহত করে। একপর্যায়ে তারা বসতঘরের আসবাবপত্র ভাংচুর করে নগদ তিন লাখ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

প্রবাসী মহিন উদ্দিন জানান, তার মধ্যস্থতায় আবদুর রব পলফন পাঁচ মাস আগে এ্যাম্বাসি থেকে একটি ভিসা নিয়ে ছেলে শাহাদাত হোসেনকে সৌদি আরব পাঠান। বর্তমানে শাহাদাত ওই কোম্পানিতে কর্মরত রয়েছেন। মহিনের সঙ্গে আবদুর রবের ভিসা সংক্রান্ত কোনো ধরনের চুক্তি বা লেনদেন না থাকলেও ছেলে ভালো কাজ পায়নি এমন অভিযোগ তুলে দেশে তার পরিবারের সঙ্গে বাগি¦ত-ায় জড়ান। এনিয়ে পারিবারিকভাবে তাদের বেশ কয়েকবার বঠকও হয়। এসব বৈঠকে তার কোনো দোষ প্রমাণিত না হলেও আবদুর রব পলফন পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি দেন। এসব নিয়ে হুমকি-ধমকির জের ধরে ঘটনার দিন তার পরিবারের ওপর হামলা চালানো হয়েছে।

এদিকে অভিযুক্ত আবদুর রব পলফন জানান, মহিন উদ্দিন থেকে চার লাখ টাকা দিয়ে ভিসা কিনে ছেলে শাহাদাত হোসেনকে তিনি সৌদি আরবে পাঠিয়েছেন। কিন্তু কথা অনুযায়ী তাকে কাজ দেওয়া হয়নি। কাজ চালিয়ে গেলেও এখন পর্যন্ত তাকে কোনো বেতন দেওয়া হয়নি। যে কারণে খেয়ে না খেয়ে তার ছেলে এখন খুব কষ্টে দিন কাটাচ্ছে। ঘটনার দিন এ বিষয়ে জানতে মহিন উদ্দিনের বাড়িতে যান। এ সময় তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। ভাংচুর ও লুটপাটের অভিযোগ সত্য নয় বলে তিনি দাবি করেন।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল আবছার জানান, এ ঘটনায় প্রবাসীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক পেইজ