May 3, 2024, 6:48 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দৈনিক আমাদের লক্ষ্মীপুর-এর পক্ষে বৃক্ষ রোপণ

আমাদের লক্ষ্মীপুর ডেস্ক:

দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পরিবেশ বান্দব বৃক্ষ রোপন করেন লক্ষ্মীপুর থেকে প্রকাশিত ‘দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক বায়েজীদ ভূঁইয়া।

গতকাল সোমবার এবং আজ মোঙ্গলবার দুই ধাপে বায়েজীদ ভূঁইয়ার নিজস্ব গ্রামের বাড়ি এবং বাড়ির আশেপাশে কয়েকশতাধিক দেশীয় ফল এবং বিভিন্ন কাঠজাতীয় গাছের ছারা রোপন করেন তিনি। এছাড়া এলাকার অনেককেই তিনি এসময় বিনামূল্যে গাছের ছারা প্রদান করেন।

বায়েজীদ ভূঁইয়া বলেন গাছ আমাদের পরিবেশ এবং প্রকৃতিকে রক্ষার জন্য সবচাইতে বড় হাতিয়ার। আমাদের প্রত্যেককেই পরিবেশের ভারসাম্য রক্ষ্যার্থে গাছ রোপন করা উচিৎ।

উল্লেখ্য বায়েজীদ ভূঁইয়া বর্তমান চলিত বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে পাদুর্ভাব জনিত কারণে লক্ষ্মীপুর সদর-৩ আসনের সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী একে এম শাহাজান কামালের পক্ষ থেকে প্রায় ২০ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানে জেলার এপ্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলেন। এই খাদ্য সহায়তা দিতে গিয়ে তিনি করোনা সংক্রমনে সংক্রামিত হয়ে প্রায় একমাস যাবৎ হোম আইসোলুশনে থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে পূণরায় সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।

বায়েজীদ ভূঁইয়া লক্ষ্মীপুর জেলাধীন রায়পুর উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ভূঁইয়া পরিবারের সন্তান।



ফেসবুক পেইজ