May 4, 2024, 1:21 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

হতদরিদ্রদের মাঝে রোটারি ক্লাব অব লক্ষ্মীপুর এর খাবার বিতরণ

রোটারি ইন্টারন্যাশনাল এর নতুন বছর রোটারি ইয়ার ২০২০-২১ কে স্বাগত জানিয়ে বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৩২৮২ মুহুরী জোনের আওতায় হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেছে রোটারি ক্লাব অব লক্ষ্মীপুর।

১ জুলাই বুধবার সকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার কাদির পন্ডিতের হাট সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে ৪’শ পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়।

রোটারি ক্লাব অব লক্ষ্মীপুর এর সভাপতি আসাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব মুহুরী জোন কো-অডিনেটর আবু জোবায়ের মুন্না, চার্টার প্রেসিডেন্ট অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর নবী সাইদী, বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আজাদ, পিপি নিজাম উদ্দিন মাহমুদ, আইপিপি রোটারিয়ান বেলায়েত হোসেন বেলাল, রোটারিয়ান ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ হাওলাদার, জেলা সেক্রেটারী রোটারিয়ান মীর শিব্বির আহাম্মদ, রোটারিয়ান এডভোকেট হোসেন আহাম্মদ শাহজাহান, রোটারিয়ান এডভোকেট মুহাম্মদ ইকরাম উদ্দিন পারভেজ, রোটারিয়ান এডভোকেট মুহাম্মদ মোর্শেদ আলম শিপন, রোটারিয়ান ফারুক আহাম্মেদ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রোটারি ক্লাব এর সদস্যগণ মানবতার জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে তাদের সেবার কাজ এগিয়ে যাচ্ছে। পোলিও নির্মূলে রোটারির ভূমিকা অন্যতম। বর্তমান মহামারী কোভিড-১৯ এ পিপিই, গ্যাস সিলিন্ডার, ভ্যান্টিলিটার, মাস্ক ও ত্রাণ বিতরণসহ ডাক্তার ও সাধারণ রোগিদের পাশে থেকে রোটারি ক্লাব নিরলস সেবা দিয়ে যাচ্ছেন।

সভাপতি তার বক্তব্যে বলেন, রোটারি ক্লাব লক্ষ্মীপুর জেলায় অনেক সেবামূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।



ফেসবুক পেইজ