April 26, 2024, 8:54 pm
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

রায়পুর থানা ওসি’র উজ্জল দৃষ্টান্ত, মাদকসেবীর হাতে তুলে দিলেন জায়নামাজ-তসবিহ টুপি

নিজস্ব প্রতিনিধি :

মাদকসেবী’র হাতে জায়নামাজ,তসবিহ এবং টুপি তুলে দিয়ে উজ্জল এক দৃষ্টান্ত স্থাপন করলেন রায়পুর থানা অফিসার ইনচার্জ আবদুল জলিল। মাদক নয়,চাই সুস্থ স্বাভাবিক জীবন এই অঙ্গীকার ব্যাক্ত করে লক্ষ্মীপুরের রায়পুর থানার নবাগত অফিসার ইনচার্জ আবদুল জলিল এবার একজন মাদক বিক্রেতা ও সেবনকারীকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হাতে তুলে দিলেন নামাজ পড়ার জন্য একটি জায়নামাজ,তসবিহ এবং একটি টুপি।

মাদকদ্রব্য সেবন ও বিক্রয়ের অপরাধে ৩ মামলার দন্ডিত এই অপরাধীর নাম বাহার (৩০)। রায়পুর উপজেলার ৭নং বামনী কাঞ্চনপুর ইউনিয়নস্থ ফজু ব্যাপারি বাড়ির মোস্তফা ওরফে কশাই মোস্তফার ছেলে সে। দীর্ঘদিন থেকে মাদক সেবন ও মাদকদ্রব্য বিক্রির অপরাধে ছন্নছাড়া জীবন নিয়ে কয়েকবার জেল-জুলুম ভোগ করে এখন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে,নিজেকে পরিবর্তন করে নিতে আজ বুধবার দুপুরে ছুটে আসে রায়পুর থানা অফিসার ইনচার্জ আবদুল জলিলের কাছে।

বাহার জানায়,মাদক সেবন এবং বিক্রির মত অপরাধ করে একজন অপরাধী হয়ে সে এই সমাজে আর বাস করতে চায় না। সে আর দশ জনের মত সুস্থ সুন্দর একটি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। তাকে সেই সুযোগ দেওয়া হলে সে সকল অপকর্ম ছেড়ে দিয়ে ভালো হয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন উপস্থিত সকলের কাছে। এসময় তার সকল অপকর্ম শুনে এবং তার প্রতি বিশেষ শর্তারোপ করে ওসি আবদুল জলিল তৎক্ষনাত নামাজ পড়ার জন্য একটি জায়নামাজ,তসবিহ এবং একটি টুপি থানার স্টাফ কে দিয়ে কিনিয়ে এনে তাকে উপহার স্বরুপ প্রদান করেন।

ওসি আবদুল জলিল এসময় বাহার কে উদ্দেশ্য করে বলেন সে যেন প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করে এবং ঈদ-উল আজহা’র পর তাকে তাবলিগ জামাতের সাথে ৪০ দিনের চিল্লায় পাঠানো হবে যার সম্পূর্ণ খরচ ওসি নিজেই বহন করবেন। এছাড়াও থানা মসজিদের পেশ ইমাম কে ডেকে বাহারকে তওবা পড়ানো পড়ানো হয়।

এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান,ওসি তদন্ত শিপন বড়ুয়া, সাংবাদিক দেলোয়ার হোসেন মৃধ্যা, দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আজম, সাংবাদিক আবু মুসা মোহন (দৈনিক নবচেতনা) সহ থানার অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ওসির এই কার্যক্রমে উপস্থিত সকলেই তার প্রশংসা করেন।



ফেসবুক পেইজ