May 3, 2024, 6:39 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

করোনা প্রতিরোধে লক্ষ্মীপুরে পুলিশ সুপারের মাস্ক ও লিফলেট বিতরণ

প্রতিনিধি,দৈনিক আমাদের লক্ষ্মীপুর:
করোনা ভাইরাস সচেতনতায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মাঝে লিফলেট, মাস্ক ও হ্যান্ডওয়াশ বিতরণ করেছেন লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান। এর পরে পুলিশ সুপার জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় গাড়ি চালক, পথচারি, ব্যবসায়ী সহ জনসাধারণের মাঝে ও লিফলেট, মাস্ক ও হ্যান্ডওয়াশ বিতরণ করে সবাইকে সচেতন করেন ।
সোমবার (২৩ মার্চ) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে করোনা ভাইরান প্রতিরোধ ও জনসচেতনতার লক্ষে লিফলেট, মাস্ক ও হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, পুলিশের জেলা গোয়েন্দা শাখার প্রধান ইকবাল হোসেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল,সাধারন সম্পাদক আবদুল মালেক ও জেলা কমিউনিটি পুলিশের সদস্য সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে সচেতন করতে লিফলেট, মাস্ক ও হ্যান্ডওয়াশ বিতরণ এবং সাধারণ মানুষের মাঝে বিতরণ কর্মসূচি পালন করা হয়। গুজব এবং আতঙ্ক নয় সচেতনতাই পারে করোনাভাইরাস সংক্রমণ রোধ করতে।



ফেসবুক পেইজ