April 26, 2024, 9:37 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য লক্ষ্মীপুরে জেলেদের মাঝে গরু বিতরণ

রায়পুরে কেরোয়া ইউপি উপ-নির্বাচনকে ঘিরে চলছে জমজমাট প্রচারনা

 

নিজস্ব প্রতিবেদক :

আর মাত্র ৫দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ৬নং কেরোয়া ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন।

ভোটের ইমেজ আর নির্বাচনী প্রচারনায় এখন মুখরিত ৬নং কেরোয়া ইউনিয়নটি। প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে চায়ের দোকান,মুদি দোকানসহ সর্বত্র যেন নতুন উৎসবে মেতে উঠেছে। জনগণের কাছে দোয়া কামনা করে নির্বাচনী প্রার্থীদের পোষ্টারে পোষ্টের চেয়ে গেছে সকল অলি-গলিসহ উক্ত ইউনিয়নের হাট-বাজার গুলোতে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে নানান প্রতিশ্রুতি ব্যাক্ত করছেন প্রার্থীদের কর্মী সমর্থকরা। তবে এখন পর্যন্ত সর্বাদিক প্রচারনায় তুঙ্গে রয়েছে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ৬নং কেরোয়া ইউপি চেয়ারম্যান মরহুম শাহজাহান কামালের সহধর্মিনী শাহিনুর বেগম রেখা। আর তার সাথে নির্বাচনী মাঠে প্রতিদন্ধিতা করতে প্রস্তুত রয়েছে বিএনপি থেকে মনোনিত প্রার্থী মোঃ নজরুল ইসলাম সরকার।

এরইমধ্যে উক্ত ইউনিয়নে আওয়ামীলীগের নৌকা মার্কা সমর্থনে ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ করে বেড়াচ্ছেন ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ছাড়াও রায়পুর উপজেলা ও পৌর আওয়ামীলীগের সর্বোচ্ছ পদের নেতা কর্মীরা।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে সংক্রামিত হয়ে এই ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান কামালের মৃত্যুর পর উক্ত ইউপি’র চেয়ারম্যান পদটি শূণ্য হয়ে যাওয়ার পর গত মাসে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্যে দিয়ে আগামী ২০ অক্টোবর সেই শূন্য পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে আওয়ামী সমর্থিত ৭জন প্রার্থীর নাম প্রকাশ পেলেও অবশেষে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক রেখাকে মনোনিত করায় সাদোরে প্রার্থীতা প্রত্যাহার করে নেন বাকি ৬ জন। ফলে এখানে একই দলের (আওয়ামীলীগ) বিদ্রোহী প্রার্থী হিসেবে আর কেউ নির্বাচন করছেন না। আওয়ামীলীগ,বিএনপি একইসাথে নির্বাচনী মাঠে থাকলেও এখন পর্যন্ত এখানে কোন প্রকার অপ্রীতিকর কোন ঘটনার সংবাদ এখনও পাওয়া যায়নি।

একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আগামীতে নতুন একজন চেয়ারম্যান মনোনিত করবেন উক্ত ইউনিয়নের জনগণ এমনটাই প্রত্যাশা সকলের।



ফেসবুক পেইজ