April 26, 2024, 11:00 pm
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

অপসাংবাদিকতায় শান্তি ও স্বস্তি নেই: লক্ষ্মীপুরে বিচারপতি মমতাজ

অপসাংবাদিকতা রোধ করতে সাংবাদিকদের ডেটাবেজ তৈরী করা হচ্ছে। অপসাংবাদিকতায় শান্তি নেই, স্বস্তিও নেই। অপসাংবাদিকতা করে নিজেরাই নিজেদের ক্ষতি করছেন।
“মুজিববর্ষের অঙ্গীকার, হলুদ সাংবাদিকতা পরিহার’’ শীর্ষক লক্ষ্মীপুরের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ এসব কথা বলেন।
বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সারাদেশের সাংবাদিকদের ডাটাবেজ করা হচ্ছে। ডাটাবেজের কাজ শেষে সবাইকে সুনির্দিষ্ট পরিচয়পত্র প্রদান করা হবে। প্রেস কাউন্সিলের পরিচয়পত্রের বাইরে সাংবাদিকতা করার আর সুযোগ থাকবে না।
তিনি বলেন, সাংবাদিকদের আইন পড়তে হবে, জানতে হবে। সঠিক তথ্য ছাড়া সংবাদ করা যাবে না। মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয় এমন সংবাদ যেন না হয়।

২৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে প্রেস কাউন্সিলের আয়োজনে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের মুক্তমঞ্চে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ শাহ আলম।

সভায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউজ্জামান ভূঁইয়া, প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল।

সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন ও প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলুর সঞ্চালনায় লক্ষ্মীপুরে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে কামাল হোসেন, মোঃ কাইছার, সাইদুল ইসলাম পাবেল, সাবেক সহ-সভাপতি গাজী গিয়াস উদ্দিন, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, আজিজুর রহমান প্রমুখ।



ফেসবুক পেইজ