May 3, 2024, 1:49 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

লক্ষ্মীপুরে জেলেদের অধিকার নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা

লক্ষ্মীপুর প্রতিনিধি: জেলেদের অধিকার নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা ২৬ সেপ্টেম্বর (রোববার) সকালে কোডেক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো: আবুল কাসেম, উপজেলা সমাজ সেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকমীর্ মো: মনোয়ার হোসেন, প্রকল্প সমন্বয়কারী মোরশেদা বেগম, প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন) সফি উল্যা মজুমদার, প্রজেক্ট অফিসার মো: হানিফ প্রমুখ।
কর্মশালায় জেলেরা মেঘনা নদীতে মাছ ধরতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, বাদ পড়া জেলেদের নিবন্ধন ও আইডি কার্ড প্রদানসহ বিভিন্ন দাবী উথাপন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিল্লাল হোসেন তার পক্ষ যতটুকু সম্ভব দাবী বাস্তবায়নে সহযোগীতা আশ^াস দেন এবং নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য উপস্থিত জেলেদের প্রতি আহবান জানান। এসময় প্রায় ২৫ জেলে কর্মশালায় উপস্থিত ছিলেন।



ফেসবুক পেইজ