April 28, 2024, 6:47 am
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

কৃষকদের ব্যবহার করে বীজ ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মোঃ মাসুম

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে মো. মাসুদ নামে এক বীজ ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে তার ভাইয়ের বিরুদ্ধে। নিম্নমানের বীজ বিক্রির অভিযোগ তুলে কৃষকদের দিয়ে মানববন্ধন করাচ্ছে মাসুদের ভাই মাহবুব। শনিবার (২ জুলাই) রাতে মাসুদ বীজ ভান্ডারের মালিক মো. মাসুদ সংবাদ সম্মেলন করে তার ভাইয়ের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন। লক্ষ্মীপুরের স্থানীয় একটি অনলাইন পত্রিকার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি দীর্ঘ ২০-২৫ বছর যাবত লক্ষ্মীপুরের বিভিন্ন গ্রামে ও শহরের পাইকারী এবং খুচরা বীজ বিক্রি করে আসছি। কৃষি বিভাগ থেকে লাইসেন্স নিয়ে কৃষকদের মাঝে মানসম্মত বীজ সরবরাহ করি। আমি কোন নিন্মমানের বীজ সহবরাহ করি নি। আবহাওয়া জনিত কারনে হয়তো কৃষকদের সবজি ক্ষেত নষ্ট হয়েছে। বীজের কারনে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু আমার বীজ ভান্ডারের বিরুদ্ধে কতিপয় ষড়যন্ত্রকারী হীন স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে গ্রামের সহজ সরল লোকজনদেরকে দিয়ে মানববন্ধন করিয়েছে। তিনি বলেন, আমার ভাই মাহবুব সাড়ে তিন মাস আমার দোকানে ছিলো। ওই সময়টাতে দোকানের প্রায় ৭ লাখ টাকা হিসেবে গরমিল হয়। ওই টাকার হিসেব চাইলে সে দিতে পারেনি। তাই সহজসরল কৃষকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচার করাচ্ছে। আমি মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। উল্লেখ্য, উচ্চমূল্যে ভেজাল বীজ কিনে সবজি বপন করে সর্বস্বান্ত হওয়ার অভিযোগ তুলে শনিবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালির চর এলাকার শতাধিক কৃষক। মাসু বীজ ভান্ডার থেকে ঢেঁড়সের বীজ কিনে তারা প্রতারিত হয়ওয়ার কথা জানিয়ে ক্ষতিপূরণের দাবি জানান।



ফেসবুক পেইজ