May 2, 2024, 3:06 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

তিন দিনেও কমলনগরের নিখোঁজ ব্যক্তির সন্ধান মিলেনি

লক্ষ্মীপুরের কমলনগরে তিন দিনেও নিখোঁজ মো. ইব্রাহিম মিয়ার (৫০) সন্ধান পাওয়া যায়নি। পরিবার ও স্বজনরা তাকে ফিরে পেতে চায়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে নিজ বাড়ি থেকে বের হয়ে হাজিরহাট বাজারে গিয়ে আর ফিরে আসেননি। বৃহস্পতিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত আত্বীয় স্বজনদের বাড়িসহ সম্ভাব্য ভিবিন্নস্থানে খোঁজেও তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ইব্রাহিম চর ফলকন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউনুছ মাস্টার বাড়ির মৃত মো. এহসাকের ছেলে। তিনি প্রবাসী আজাদের বাবা।

নিখোঁজ ইব্রাহিমের স্ত্রী বিবি ফাতেমা জানান, বৃহস্পতিবার বিকালে প্রতিদিনের মত বাড়ি থেকে হাজিরহাট বাজারে যেতে বের হন। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। আতœীয় স্বজনদের বাড়িসহ আশপাশের এলাকা ও বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজেও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। এব্যাপারে সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

কমলনগর থানায় উপ পরিদর্শক (এসআই) কামরুল হাসান ভূঁইয়া জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজের বিষয়য়ে তদন্ত চলছে। সারা দেশে বেতারবার্তা পাঠানো হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধান করছে পুলিশ।



ফেসবুক পেইজ