May 2, 2024, 9:16 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

লক্ষ্মীপুরের রামগতিতে আরও ৩ করোনা জন আক্রান্ত, জেলায় মোট ৩৩ জন

প্রতিনিধি,দৈনিক আমাদের লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৩ জন। আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফফার সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় ৩৭ জনের নমুনা চট্টগ্রাম পাঠানো হয়েছে। এর মধ্যে ৩৩ জনের ফলাফল নেগেটিভ এসেছে ৩ জনের পজেটিভ রির্পোট আসে। এতে করে সদর-১০, রামগঞ্জ- ১৬, কমলনগর- ৩, রামগতি- ৪ আক্রান্ত হয়। আক্রান্তের মধ্যে বেশীর ভাগ কে ঢাকায় পাঠানো হয়েছে। এ পর্যন্ত লক্ষ্মীপুরে একজন রোগী মারা গেছে।

জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফফার জানানম সর্বমোট হাসপাতালে ভর্তি ২৭ জন। ঢাকাস্থ কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ জন। পূর্বেই মৃত ১ জন। আজ পজেটিভ তিনজনকে দ্রুতই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি সকলেই অনেকটাই ভালো আছেন। তাদের কোন শারীরিক সমস্যা এখনো দেখা দেয়নি।

মো: রবিউল ইসলাম খান
লক্ষ্মীপুর



ফেসবুক পেইজ