April 28, 2024, 7:13 pm
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু

প্রতীকি ছবি

আমাদের লক্ষ্মীপুর রিপোর্ট : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাজী মফিজ উদ্দিন বেচু (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত বেচু লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বাসিন্দা। তিনি দাসেরহাট বাজারের ব্যবসায়ী এবং বাজার কমিটির সদস্য ছিলেন।

শনিবার সন্ধ্যায় তার মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলজার আহাম্মদ।

তিনি জানান, গত কয়েকদিন আগে মফিজ উদ্দিন চিকিৎসার জন্য ঢাকাতে যান। সেখানে তার করোনাভাইরাস শনাক্ত হয়। শনিবার তিনি ঢাকার লাইফ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় লোকজন জানান, মফিজ উদ্দিনের শ্বাসকষ্টের সমস্যা ছিলো। ঢাকাতে চিকিৎসার জন্য গেলে তিনি তার মেয়ের বাসায় উঠেন। সেখানে তাদের এক আত্মীয় করোনায় আক্রান্ত ছিলো। আক্রান্ত ওই ব্যক্তি থেকেই তিনি করোনাভাইরাসে সংক্রমিত হন।



ফেসবুক পেইজ