May 2, 2024, 11:30 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

চীনে করোনার দ্বিতীয় ঢেউ, তিন মাসে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড

গত ডিসেম্বরে চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হযেছিল নভেল করোনাভাইরাস। এরপর দ্রুতই সেটি ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। অন্যান্য দেশে সংক্রমণ বাড়লেও কঠোর ব্যবস্থার মাধ্যমে মহামারি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছিল চীনারা। তবে সম্প্রতি চীনে শুরু হয়েছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ। এর ফলে প্রায় সাড়ে তিন মাসের মধ্যে বুধবার সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড হয়েছে দেশটিতে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বুধবার দেশটিতে নতুন করে ১০১ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। সবশেষ গত এপ্রিলের মাঝামাঝি একদিনে এত বেশি রোগী পাওয়া গিয়েছিল সেখানে।

এদিন নতুন করে ২৭ জন উপসর্গহীন করোনা রোগী শনাক্তের কথাও জানিয়েছে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। মাত্র একদিন আগেই দেশটিতে উপসর্গহীন রোগী পাওয়া গিয়েছিল অন্তত ৩৪ জন।

চীনে করোনার দ্বিতীয় ঢেউয়ে বেশিরভাগ রোগীই শনাক্ত হচ্ছে পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে। বুধবারও অঞ্চলটিতে ৮৯ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে, একজন পাওয়া গেছে বেইজিংয়ে, বাকিরা বহিরাগত।

নতুন রোগীসহ চীনে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৮৪ হাজার ৬০ জন। নতুন করে কেউ করোনায় মারা না যাওয়ায় দেশটিতে মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৪ জনই রয়েছে।



ফেসবুক পেইজ