May 3, 2024, 2:02 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

রায়পুরে বিয়ের দিন সকালে পুকুর থেকে বরের মৃত দেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : আর মাত্র কয়েকঘন্টা ফেরুলেই নতুন জামা কাপড়,মাথায় পাগড়ি পরে বিয়ের উদ্দেশ্য রওয়ানা হওয়ার কথা ছিল,নতুন বৌ ঘরে আনবে নতুন সংসার সাজাবে নতুন দুটি জীবনের নব উদ্যমে শুরু হবে পথচলা এমনটাই ছিল স্বপ্ন,কিন্ত মৃত্য যেন ইতি টেনে দিল সব স্বপ্ন গুলোর।

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলাধীন ৬নং কেরোয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ রিয়াজ উদ্দিন খলিফা বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় লোকজন ও পারিবারিক সূত্রে জানাযায়,শুক্রবার সকালে আব্দুল কাদের (৩৩) নামক ঐ প্রবাসী যুবক সকালে ফজরের নামাজ আদায় করতে সে এবং তার বাবা ঘর থেকে বের হয়ে যায়। পথিমধ্যে কাদের বাথরুমে যাওয়ার কথা বলে তার বাবাকে মসজিদে পাঠিয়ে দেন,কিন্ত নামাজ শেষে কাদেরের বাবা মসজিদে ছেলেকে না পেয়ে বাহিরে একপর্যায়ে খোঁজাখুজি করেন। প্রায় ঘন্টা খানেক খোঁজার পর স্থানীয় লোকজন নাজির উদ্দিন পোলের গোড়ার নির্জন বাগানের ভিতর একটি পুকুরে আব্দুল কাদেরের মৃত দেহ উপড় হয়ে ভেসে থাকতে দেখেন।

পরে তারা পুলিশকে খবর দিলে রায়পুর থানা পুলিশ পুকুর থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত আব্দুল কাদেরের পিতার নাম জয়নাল আবেদিন। ঘটনার দিনই আব্দুল কাদের বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল জলিল জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট আসলে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।



ফেসবুক পেইজ