May 3, 2024, 4:58 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

রায়পুরে স্কুল শিক্ষার্থীর গায়ে জাতীয় পতাকার স্ট্যান্ড ভেঙ্গে পড়ে মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুরে চতুর্থ শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীর গায়ের উপর বিদ্যালয়ের জাতীয় পতাকার স্ট্যান্ড ভেঙ্গে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর চরবংশী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানাযায়, ঐদিন একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী জান্নাতুল ফেরদাউস ডালিয়া তার অন্যান্য সহপাটিদের সাথে বিদ্যালয়ের মাঠে খেলাদূলা করছিলো,এমনসময় বিদ্যালয়ের মাঠে অবস্থিত জাতীয় পতাকার স্ট্যান্ডটি ভেঙ্গে ডালিয়ার গায়ের উপর পড়লে সে মাথায় মারাত্নক আঘাত পায়।

পরে তাকে দ্রুত রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিলে রাত ১১ টার সময় ঢাকা পপুলার হাসপাতালের সামনে ডালিয়া মৃত্য বরণ করে। ডালিয়া উত্তর চরবংশী ইউনিয়নের অন্তর্গত ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার টিটুর মেয়ে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডালিয়ার বাবা সাবেক মেম্বার টিটু জানান, পরপর কয়েকবার বিদ্যালয়টি সংস্কারের জন্য টাকা আসলেও সেই টাকা দিয়ে বিদ্যালয়টি সংস্কার করা হয়নি। প্রধান শিক্ষকসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের অবহেলায় আমার মেয়ের মৃত্যু হয়েছে। করোনা কালে বন্ধের দিনেও তারা স্কুল খোলা রাখছে। আমি এর প্রতিকার চাই।

উল্লেখ থাকে যে, বিগত ৬মাস পূর্বেও একবার মাঠে ফুটবল খেলার সময় সাব্বির নামে এক ছাত্রের গায়ে ভেঙে পড়ে এই পতাকা স্ট্যান্ডটি, কিন্ত এরপরও কোন সংস্কার কাজ না করে বা স্ট্যান্ডটি পরিবর্তন না করে অবহেলাপূর্বক পূনরায় দাঁড় করিয়ে রাখার কারণেই এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এনিয়ে এলাকাবাসির মধ্যে চরম ক্ষোভ প্রকাশ করছে।



ফেসবুক পেইজ