May 17, 2024, 11:43 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

বাসায় বিস্ফোরণে দুই মেয়েসহ মা দগ্ধ

ফেনীতে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হলিক্রিসেন্ট স্কুল সংলগ্ন বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুদ্বীপ চন্দ্র রায় জানান, হলিক্রিসেন্ট স্কুল সংলগ্ন হাজী দুলা মিয়া সড়কের সফি ম্যানশনের পঞ্চম তলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়াজ শুনে প্রতিবেশীরা এসে দগ্ধ অবস্থায় গৃহকর্ত্রী মেহেরুন নেছা ও তার দুই মেয়ে হাফসা ও মরিয়মকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান। আহত হাফসা একাদশ শ্রেণি ও মরিয়ম দশম শ্রেণির ছাত্রী।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নয়ন চন্দ্র দেবনাথ জানান, আহত তিনজনের মধ্যে দু’জনের দগ্ধের পরিমাণ ৫০ ভাগের বেশি থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিসের ফেনী সদর উপজেলা সিনিয়র স্টেশন মাস্টার জাকির হোসেন জানান, আমরা ১০টা ২০ মিনিটের দিকে ঘটনা জানতে পারি। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রতিবেশীরা আহতদের হাসপাতালে নিয়ে যায়। তবে তারা কিভাবে দগ্ধ হয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।



ফেসবুক পেইজ