May 14, 2024, 2:57 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

ঋণ পরিশোধ করতে না পেরে সদস্যের আত্মহত্যা

ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল আজিজ (৪০)। বুধবার সকালে বাড়ির অদূরে গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে গলায় ফাঁস দেন আবদুল আজিজ।আবদুল আজিজ জাহানাবাদ এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে। বর্তমানে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন তিনি। দুই মেয়ে এবং এক ছেলের জনক আবদুল আজিজ জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন।জাহানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাজ উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করে জানান, বিপুল অংকের ঋণের বোঝা মাথায় ছিল তার। জায়গাজমিও অল্প। ছেলে-মেয়েরা পড়াশোনা করছে। কারো কর্মসংস্থানের সুযোগও করে দিতে পারেননি। এসব নিয়ে দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন আবদুল আজিজ। সেখান থেকেই আত্মহত্যা করেছেন তিনি।এ বিষয়ে মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, সকালে বাড়ির অদূরে একটি গাছে আবদুল আজিজের মরদেহ ঝুলতে দেখেন লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এই নিয়ে অপমৃত্যু মামলা হয়েছে থানায়।



ফেসবুক পেইজ