May 19, 2024, 7:45 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

পাবনায় নাতির লাঠির আঘাতে নানির মৃত্যু

পাবনা সদর উপজেলায় নাতির লাঠির আঘাতে নানি মালেকা বেগম  নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রামচন্দ্রপুর চরপাড়া মহল্লায় গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নাতি রাকিব হোসেনকে  আটক করেছে।

মালেকা বেগম ওই মহল্লার দুলু মণ্ডলের স্ত্রী। নাতি রাকিব হোসেন তাঁর বাড়িতেই থাকতেন।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা বলেন, রাকিব পেশায় স্বর্ণ ব্যবসায়ী। তিনি নানার বাড়িতে থেকে ব্যবসা করেন। গতকাল সারা দিন তিনি বাড়ির বাইরে ছিলেন। বিকেলে বাড়িতে ফিরে নানির কাছে খাবার চান। খাবার রান্না হতে দেরি হওয়ায় নানির সঙ্গে তাঁর কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে পাশে থাকা লাঠি নিয়ে নারী মালেকা বেগমের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশী ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা মালেকা বেগমকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে নাতি রাকিব হোসেনকে আটক করা হয়েছে। তবে থানায় এখনো কোনো মামলা হয়নি। লাশ ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



ফেসবুক পেইজ