May 12, 2024, 11:40 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

কোয়ারেন্টাইন না মানায় বেগমগঞ্জে ইতালি প্রবাসীর অর্থদণ্ড

কোভিড-১৯ প্রতিরোধে সরকার ঘোষিত হোম কোয়ারেন্টাইন না মেনে যেখানে সেখানে চলাচল করায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামে আহছান উল্যাহ নামের এক ইতালি প্রবাসীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার দিবাগত রাত ১১টার এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইতালি প্রবাসী আহছান উল্যাহ সরকারি নির্দেশনা অমান্য করে হোম কোয়ারেন্টাইনে না থেকে সর্বসাধারণের জীবন ঝুঁকিতে ফেলে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে।স্থানীয়রা তাকে নিষেধ করা সত্ত্বেও সে বাহিরে ঘুরা ফেরা করছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ীর সামনে গিয়ে দেখা যায় সে পরিবারের লোকজনের সাথে রাস্তায় দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, নিয়ম অনুযায়ী বিমান বন্দর থেকে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। কিন্তু তিনি বাড়ীতে এসে তা মেনে চলছেন না। সরকারি নিদের্শ না মানায় ও জনগণের স্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে   ইতালি প্রবাসী আহছান উল্যাহকে দুই হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান জানান, জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে। সদ্য বিদেশ  ফেরত প্রবাসীদের সরকারি নির্দেশনা মেনে হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধও করেন তিনি।



ফেসবুক পেইজ