May 18, 2024, 10:17 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

ধান বিক্রি করতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত

 

নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় ধানবোঝাই ট্রলিতে থাকা দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (২৯ মে) সকাল ৭টার দিকে সাপাহার-পত্নীতলা সড়কের খরাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পত্নীতলার চকমমিন গ্রামের মৃত এজাহার আলীর ছেলে মাহাবুব (৪২) এবং আনোয়ার হোসেন (৪০)।

পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী জানান, সকালে পত্নীতলা সদর থেকে ট্রলিতে ধান নিয়ে মাহাবুব ও তার ভাই আনোয়ার সাপাহারের মধইল বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন। পথে খরাইল মোড়ে একটি ট্রাক ট্রলিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন ট্রলিতে থাকা আরও দুইজন। তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।



ফেসবুক পেইজ