May 12, 2024, 4:50 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

শ্বশুরবাড়ি থেকে হাসপাতালের কোয়ারেন্টাইনে যুবক

ভারত থেকে এসে হোম কোয়ারেন্টাইনে না থেকে শ্বশুর বাড়ি যাওয়ায় আরব আলী নামে এক যুবককে হাসপাতালের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম আরব আলীকে তার শ্বশুরবাড়ি থেকে আটক করে।
আরব আলী উপজেলার দরগ্রাম এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি আজ সকালে ভারত থেকে নিজ গ্রামে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আরব আলী ভারত থেকে ভ্রমণ শেষে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে না থেকে একই গ্রামে তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে শ্বশুরবাড়ি থেকে ধরে এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ারেন্টাইনে রাখা হয়। সেখানে তাকে ১৪ দিন অবস্থান করতে হবে।
তিনি আরও জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ করে আসছি। সাটুরিয়অ উপজেলার ৯টি ইউনিয়নের জন্য ৯টি কমিটি গঠন করা হয়েছে। কোয়ারেন্টাইন না মানায় জরিমানা করেও প্রতিরোধ করা যাচ্ছে না প্রবাসীদের। বিদেশ ফেরতরা যেহেতু কোয়ারেন্টাইন মানছেন না তাই এখন থেকে যাদের বাহিরে দেখব তাদের আমাদের নিয়ন্ত্রণে হাসপাতাল গুলোর কোয়ারেন্টাইনে রাখব।



ফেসবুক পেইজ