May 16, 2024, 3:20 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে শ্বশুরবাড়িতে দাওয়াতে গেলেন প্রবাসী

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসা এক প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে প্রশাসন। সেই সঙ্গে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির আরও তিন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৭ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে দেশে আসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার এক বাসিন্দা ও তার স্ত্রী। হোম কোয়ারেন্টাইনে না থেকে দুদিন আগে স্ত্রীকে নিয়ে নাসিরনগর উপজেলা সদরে শ্বশুরবাড়ি বেড়াতে যান ওই প্রবাসী।স্থানীয়দের মাধ্যমে এ খবর পেয়ে নাসিরনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার ও নাসিরনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কবির হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা ছুটে যান সেখানে। এরপর ওই প্রবাসী ও তার স্ত্রীসহ পরিবারের আরও তিনজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়।পুলিশ পরিদর্শক কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই প্রবাসী ও তার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি। তাদের শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ নেই। তবে তাদের দুজনের সঙ্গে শ্বশুর-শাশুড়ি ও গৃহপরিচারিকাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।



ফেসবুক পেইজ