May 18, 2024, 4:34 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

অনুপযোগী রাস্তায় ইট ফেলে চলাচল উপযোগী করল পুলিশ

সাতক্ষীরার পাটকেলঘাটা থানা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল দশা। খানাখন্দে ভরা সড়কে বৃষ্টির সময় পানি জমে চরমে পৌঁছেছে দুর্ভোগ। রাস্তার এসব খানাখন্দ ইট দিয়ে ভরাট করে চলাচল উপযোগী করল থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পাটকেলঘাটা বাজারের পাঁচটি পয়েন্টে ইট দিয়ে সড়কে চলাচল স্বাভাবিক করেন পুলিশ সদস্যরা।

পাটকেলঘাটার বাজারের ব্যবসায়ী আব্দুল মতিন জানান, সাতক্ষীরা জেলার মধ্যে পাটকেলঘাটা বাজারটি বাণিজ্যিক একটি বাজার হিসেবে পরিচিত। তবে বাজারের জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল দশা। খানাখন্দে ভরা। বৃষ্টির সময় গর্তে গিয়ে পড়েন পথচারীরা। জনপ্রতিনিধি, সড়ক ও জনপথ বিভাগ এসব যেন দেখেও দেখেন না। আজ পুলিশ সড়কে ইট দিয়ে চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেছে।

 

সড়কে ইট দেয়ার কাজে অংশ নেন থানার পুলিশ সদস্যরা। সেবামূলক কাজ হিসেবে ধরে নিয়ে এ উদ্যোগ নিয়েছে থানা পুলিশ।

কাজে অংশ নেয়া পাটকেলঘাটা থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন বলেন, থানার সকল ফোর্স উৎসাহের সঙ্গে কাজে অংশ নিয়েছে। এটি কোনো ধন্যবাদ পাওয়ার জন্য নয়, ওসি স্যারের উদ্যোগে জনসাধারণের সেবার জন্য এটি করা হয়েছে। এছাড়া করোনা পরিস্থিতিতেও পুলিশ সদস্যরা সেবামূলক নানা ধরনের কাজ অব্যাহত রেখেছে।

Sathkhira

ব্যক্তিগত অর্থায়ন ও থানা পুলিশের সহায়তায় সড়কে ইট দিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ।

তিনি বলেন, মনের তাড়নায় কাজ করার উদ্যোগ নিয়েছি। আমি মনে করি, যেখানে চাকরি করি সেটাই আমার বাড়ি। আমার বাড়ির মানুষরা কষ্ট পাবে আর আমি বসে দেখতে পারি না। সেজন্য উদ্যোগ নিয়েই সড়কে ইট দিয়েছি। পাঁটটি পয়েন্টে দেয়ার পর পাঁচটি ট্রলির ইট ফুরিয়ে গেছে। আগামীকাল আবারও দেয়া হবে।



ফেসবুক পেইজ