May 13, 2024, 2:18 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

পুকুরে ডুবে নোয়াখালীতে তিন শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ও অর্জুনতলা ইউনিয়নে খাদিজা আক্তার (২) ও জান্নাতুল ফেরদাউন প্রকাশ রুপা (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।খাদিজা উপজেলার কাদরা ইউনিয়নের কাদরা গ্রামের শহিদ উল্ল্যার মেয়ে এবং জান্নাতুল ফেরদাউস প্রকাশ রুপা উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামের মো. আইয়ুবের মেয়ে।

স্থানীয় লোকজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ওই দুই শিশু খেলা করতে গিয়ে নিখোঁজ হয়।পরে বাড়ির লোকজন শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তাদের নিজ নিজ বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে তাদেরকে সেনবাগ উপজেলা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে ওই এলাকাগুলোয় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় সেনবাগ থানা পুলিশের কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আবদুল বাতেন মৃধা জানান, এ ধরনের কোনো ঘটনা কেউ থানায় অবহিত করেনি।

অপরদিকে, সুবর্ণচর উপজেলার নঙ্গোলিয়া ভূমিহীন বাজারে পানিতে ডুবে চার বছরের শিশু মিমি মারা গেছে। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। মিমি চর নঙ্গোলিয়া ভূমিহীন বাজার এলাকার আবদুর রাজ্জাকের মেয়ে।

এলাকাবাসী জানায়, পরিবারের সদস্যরা দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন।তাদের অজান্তে কোনো এক সময় পানিতে পড়ে ডুবে যায় মিমি। পরে খোঁজ করে তার মরদেহ পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



ফেসবুক পেইজ