May 16, 2024, 12:50 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে দোকান বিক্রির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল ভাই-বোনের লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

আপত্তিকর ছবি নিয়ে কলেজছাত্রীর কাছে চাঁদা দাবি, যুবক আটক

সাতক্ষীরায় কলেজছাত্রীর আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে ফিরোজুর রহমান রানা নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোররাতে শহরের নিউ মার্কেট এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক ফিরোজুর রহমান রানা (৩৫) শহরের নিউ মার্কেট এলাকার খলিলুর রহমানের ছেলে।

ভুক্তভোগী ওই কলেজছাত্রী সদর উপজেলার বাশহদা এলাকার বাসিন্দা। তিনি সাতক্ষীরা ল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী।

ওই কলেজছাত্রী বলেন, আমার মোবাইল থেকে কৌশলে ব্যক্তিগত ৫-৬টি ছবি নিয়ে নেন ফিরোজুর রহমান রানার স্ত্রী মিতালী। এরপর মিতালী সেই ছবি তার স্বামী রানার কাছে সরবরাহ করেন। রানা সেই ছবি কয়েকজনের কাছে ছড়িয়ে দেন। এরপর অনলাইনে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় আমি পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ করেছি। অভিযোগের পর রানাকে ডিবি পুলিশ আটক করেছে। আমি রানার শাস্তি চাই।

সাতক্ষীরা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরিদ হাসান, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, আমি ছুটিতে আছি। যে কারণে বিস্তারিত কিছু বলতে পারছি না।



ফেসবুক পেইজ