April 26, 2024, 9:20 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য লক্ষ্মীপুরে জেলেদের মাঝে গরু বিতরণ

নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ আটক ৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়ন থেকে বালুবাহী ট্রাকে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছেন ১১ বিজিবির সদস্যরা।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানান বিজিবি ।

আটককৃত ব্যক্তিরা হলেন- বান্দরবানের লামা উপজেলার বাসিন্দা ট্রাকচালক মো. ইউনুছ আলী (২১), সহকারী চালক রতন মিয়া (২১) ও কক্সবাজারের খুটাখালীর বাসিন্দা বালুর মালিক হেলাল উদ্দিন (৩০)।

বিজিবি আরো জানায়, রোববার (২৪ জানুয়ারি) গভীর রাতে নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজার থেকে কক্সবাজারগামী একটি বালুভর্তি ট্রাক যাচ্ছিল। এ সময় ওই ট্রাকটিকে থামিয়ে তল্লাশি চালিয়ে বালুর ভেতর থেকে একটি দেশীয় এলজি বন্দুক উদ্ধার করে বিজিবি সদস্যরা।

পরে ট্রাকটির চালক, সহকারী চালক ও বালুর মালিককে আটক করা হয়। এ সময় বালুবাহী ট্রাক (চট্টমেট্টো- ১১-৬৩৬৫) জব্দ করা হয়।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শাহ আবদুল আজিজ আহমেদ জানান, আটক আসামি ও উদ্ধারকৃত অস্ত্র নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে ।

তিনি আরো জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অস্ত্র পাচার, কাঠ পাচার ও পরিবহন, অন্যান্য যেকোনো ধরনের অবৈধ পণ্য পাচার এবং এই এলাকায় যেকোনো সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে।



ফেসবুক পেইজ