May 2, 2024, 12:51 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

দিনাজপুরে ভারত সীমান্তে মিলল যুবকের মরদেহ

দিনাজপুরে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে।

দিনাজপুর কোতয়ালি থানার এসআই মিজানুর রহমান জানান, সোমবার সকালে সদর উপজেলার সুন্দরা সীমান্ত এলাকায় একজনের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও বিজিবি সীমান্তবর্তী এলাকায় গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত ব্যক্তির নাম আনারুল ইসলাম (৩৫)। তিনি সুন্দরা স্বরসতীপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। ভারত ও বাংলাদেশের সুন্দরা জুলকাপাড়া সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে তার মরদেহ পাওয়া যায়।

বিষয়টি নিয়ে দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শরিফুল্লাহ আবেদের মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে কোতয়ালি থানার এসআই আলমগীর হোসেন জানান, সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের মাধবপুর বাজারের পশ্চিমে সন্যাসীতলা শ্মশানঘাট এলাকায় বড়ডারা খালে একজনের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পানি থেকে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে জানিয়ে তিনি বলেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তার নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



ফেসবুক পেইজ