April 26, 2024, 11:15 pm
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

শিবচরে সড়ক দুর্ঘটনায় ঢাকা কলেজের ছাত্র নিহত

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাদভী (২০) নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ঢাকা কলেজ থেকে এ বছর তার এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচর পাঁচ্চর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদভী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইটনা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন সাদভী। দুপুরের দিকে মোটরসাইকেলটি কাঁঠালবাড়ি ঘাট পার হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে গোলচত্বরের উপরে উঠে যায়। গুরুতর আহত হন সাদভী।

সেখানে দায়িত্বরত শিবচর হাইওয়ে পুলিশের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে নেয়ার পরামর্শ দেন।

ফরিদপুর নেয়ার পথে দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার ওসি ওহিদুজ্জামান বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। তার আত্মীয়-স্বজনদের খবর দেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুরে প্রেরণ করা হয়েছে।



ফেসবুক পেইজ