May 9, 2024, 1:14 am
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

শাহজালালে ৩২টি স্বর্ণবারসহ গ্রেফতার যাত্রী রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩২টি স্বর্ণবারসহ গ্রেফতার যাত্রী আলমাস আলীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১৪ আগস্ট ঢাকা মহানগর হাকিম মাসুদর রহমান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তাকে দশদিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। শুনানি বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৩ আগস্ট সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে আসে আলমাস আলী নামে ওই যাত্রী। এ সময় তার দেহ তল্লাশি করে ৩২টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়।

কাস্টম হাউস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের বি শিফট কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে সকাল ৯টার দিকে দুবাই থেকে আসা যাত্রী আলমাস আলীকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভেতরে থাকা ২টি মিক্সার মেশিন মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩২টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন ৩ কেজি ৭০০ গ্রাম।



ফেসবুক পেইজ