April 29, 2024, 7:46 am
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

লক্ষ্মীপুর ও কুমিল্লায় জেএমবির দুই সদস্য আটক

লক্ষ্মীপুর ও কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় দুই সদস্যকে আটক করেছেন বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-৮ এর সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রামগঞ্জের উত্তর টামটা গ্রামের আব্দুল হকের ছেলে নুরুল ইসলাম (২০) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার কাঠালিয়াকান্দা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আবদুল্লাহ আল মামুন (৩২)। নুরুল ইসলাম উবারে গাড়ি চালান এবং আবদুল্লাহ আল মামুন বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন।

র‌্যাব-৮ এর এএসপি মুকুর চাকমা জানান, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে আটক করা হয় নুরুল ইসলামকে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে কুমিল্লার মুরদনগর থেকে আরেক জেএমবি সদস্য আবদুল্লাহ আল মামুনকে আটক করা হয়।

তিনি আরও জানান, শিক্ষকতা ও গাড়ি চালানোর পেশার আড়ালে তারা জেএমবির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। সংগঠনের দাওয়াতি কার্যক্রম, গোপনে সভা ও লিফলেট বিতরণ করতেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাট ফরমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করতেন বলেও তারা প্রাথমিকভাবে স্বীকার করেছেন।



ফেসবুক পেইজ