May 2, 2024, 8:45 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

পিরোজপুরের কুমারখালী এলাকায় একটি চুরি মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা করা হয়। হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হন। আহতরা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে।

রোববার (২৪ জানুয়ারি) রাত ১২.৩০ এর দিকে এ ঘটনা ঘটে।

জানা য়ায়, রোববার দিবাগত রাতে পিরোজপুর সদর থানার পুলিশের সদস্যরা আসামি গ্রেফতার করতে কুমারখালী এলাকায় যায়। সেখান থেকে আসামি হাসান সিকদারকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে আসার সময় আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালায়।

এসময় হামলায় আহত পুলিশ সদস্যরা হলো- সদর থানার এসআই সৈকত হোসেন সানি, এসআই মাহামুদুল হাসান, এসআই মো. খাইরুল হোসেন, এএসআই সাইফুল ইসলাম, পুলিশ সদস্য মো. মারুফ হাওলাদার। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেফতার করে।

পিরোজপুরের সহকারী পুলিশ সুপার মোল্লা আজাদ জানান, রোববার রাত ১২.৩০ এর দিকে পিরোজপুর সদর থানার একটি চুরির মামলার আসামি ধরতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচজনের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে ছেড়ে দেওয়া হয়।



ফেসবুক পেইজ