April 28, 2024, 9:35 pm
ব্রেকিং :
ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী লেখাপড়া করেই অনেক বড় হতে হবে: ঢাবি উপাচার্য

ভারত থেকে অনুপ্রবেশের সময় গ্রেফতার ৭

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় সাতজনকে গ্রেফতার করেছে বিজিবি।

সোমবার (১৯ জুলাই) ভোরে উপজেলার সীমান্তবর্তী মাটিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, ফরিদপুরের নিখরহাটি গ্রামের মৃত আজিজ সিকদারের ছেলে মো. আকমল হোসেন (৪০), একই গ্রামের মো. আবেদ মোল্লার ছেলে মো. ইসরাফিল মোল্লা (৪০), তসলিম শেখের ছেলে মো. মোক্তার শেখ (৩২), নড়াইলের চন্দিবরপুর গ্রামের রমেশ চন্দ্র সরকারের ছেলে শ্রী সজিব সরকার (২৩), ঢাকার জালালচর গ্রামের মৃত দিপক সরকারের ছেলে শ্রী অলক সরকার (২২), ভোলার দক্ষিণ ছোট মানিক গ্রামের মৃত মিলুত ফলদের ছেলে শ্রী নয়ন চন্দ্র দেব (৩৮) ও মানিকগঞ্জের সাটুরিয়া গ্রামের কার্তিক দাসের ছেলে উত্তম দাস (৪৪)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মাটিলা সীমানন্তে অভিযান চালিয়ে সাত বাংলাদেশি নাগরিককে ভারত থেকে অনুপ্রবেশের অপরাধে গ্রেফতার করা হয়।

পাসপোর্ট অধ্যাদেশ আইনে তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলার পর মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।



ফেসবুক পেইজ