May 3, 2024, 3:17 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর সহযোগীসহ গ্রেফতার ৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আলোচিত রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর সদস্য জালালসহ পাঁচজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এ সময় ৪০ হাজার ইয়াবাসহ দুটি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (১২ অক্টোবর) টেকনাফের হ্নীলা জাদিমোরা ওমরখাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামরী স্কুলপাড়ার মৃত কালা মিয়ার ছেলে শাহ জালাল ওরফে লাশ জালাল (১৯), রঙ্গিখালী পূর্বপাড়ার মৃত নবী হোছনের ছেলে খায়ের (১৯), সহযোগী গাজীপাড়ার সাবের আহমদের ছেলে নুরুল আফসার (২২), উলুচামরীর নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন (২৩) এবং আব্দুল হাকিমের ছেলে হেলাল উদ্দিন (২৬)।

কক্সবাজারে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারেন ওই এলাকায় একটি ইয়াবার চালান খালাস হচ্ছে।

এমন খবরের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে জকির বাহিনীর সহযোগী জালালসহ পাঁচজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি এবং ৪০ হাজার ইয়াবা উদ্ধার হয়।

গ্রেফতার জালাল এলাকায় লাশ জালাল হিসেবে পরিচিত এবং কুখ্যাত রোহিঙ্গা জকির বাহিনীর অন্যতম সদস্য। তারা দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে নানা অপকর্ম চালিয়ে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।



ফেসবুক পেইজ