May 4, 2024, 7:11 pm
ব্রেকিং :
লক্ষ্মীপুরে যুবলীগের ছাতা, স্যালাইন ও পানি বিতরণ ভোটের দিন কর্মীদের রোযা রাখার আহবান চেয়ারম্যান প্রার্থীর লক্ষ্মীপুরে তীব্র তাপদাহে বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ লক্ষ্মীপুরে প্রশিক্ষণ শেষে ৪ শতাধিক হাস-মুরগীকে ভ্যাকসিন প্রদান লক্ষ্মীপুরে পোল্ট্রি ভ্যাকসিন প্রদান বিষয়ক প্রশিক্ষণ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে শ্রদ্ধা লক্ষ্মীপুরে যুবলীগের আয়োজনে ৭ মার্চ পালিত লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নিবন্ধন পূর্ব অবহিতরন সভা ও প্রশিক্ষণ লক্ষ্মীপুর সদরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় নুরনবী চৌধুরী

মিল থেকে ৩৬ বস্তা সরকারি চাল উদ্ধার, মালিককে কারাদণ্ড

হবিগঞ্জের বাহুবলের একটি মিল থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩৬ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মিলের মালিক তাহের মিয়াকে (৪৫) আটক করেছে পুলিশ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার নন্দনপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার তাহের মিয়ার চালের মিলে অভিযান চালান। এ সময় মিল থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৬ বস্তা চাল উদ্ধার করা হয়।

এর সঙ্গে জড়িত থাকার অপরাধে মিলের মালিক তাহের মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও। দণ্ডপ্রাপ্ত তাহের মিয়া উপজেলার শ্রীকলস গ্রামের চন্দন মিয়ার ছেলে।

বাহুবল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



ফেসবুক পেইজ